ঢাকা আবাহনীর পরাজয়ের দিনে বসুন্ধরা কিংসের বড় জয়

ক্রীড়া প্রতিবেদক

ঈদের ছুটি শেষে মাঠে ফিরেই বড় ধাক্কা খেল ঢাকা আবাহনী লিমিটেড। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মুক্তিযোদ্ধার কাছে ১-০ গোলে হেরে গেছে তারা। আবাহনীর হতাশার দিনে বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। রহমতগঞ্জকে ৪-০ গোলে হারিয়েছে বসুন্ধরা। এই জয়ের ফলে টানা চতুর্থ শিরোপা জয়ের পথে আরও এগিয়ে গেল কিংসরা। দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনীর সাথে পয়েন্ট ব্যবধান এখন ১০।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার মুখোমুখি হয় ঢাকা আবাহনী। নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ের খেলাও যখন শেষের দিকে তখন ৯৭ মিনিটে আবাহনীর জালে বল জড়ান ইমানুয়েল। পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে ঢাকা আবাহনী।

আবহনীর হতাশার দিনে মুন্সিগঞ্জে গোল উৎসব করেছে বসুন্ধরা কিংস। রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচের ৬ মিনিটে পেনাল্টি থেকে বসুন্ধরাকে লিড এনে দেন রবসন। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আসরোর গুফোরোভ। ৪৫ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করে বসুন্ধরাকে ৩-০ গোলে এগিয়ে নেন মিগেল। এরপর ম্যাচের শেষ দিকে সহজেই গোল পেয়ে যান মিগেল। ৪-০ গোলের জয়ে খেলা শেষ করে বসুন্ধরা কিংস। বিপিএলের আরেক ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-১ গোলে হারিয়েছে পুলিশ ফুটবল ক্লাবকে।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.