তারুণ্যের উৎসবে টঙ্গীতে আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী নানা আয়োজন

ক্রীড়া প্রতিবেদক

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসবে নানা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন। নীলফামারী ও ফরিদপুরের পর এবার তারুণ্যের উৎসবে আরচ্যারীর নানা আয়োজন সম্পন্ন হলো টঙ্গীর আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্রে। আরচ্যারী প্রতিযোগিতার পাশাপাশি ছিল বর্ণাঢ্য র‍্যালি, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল পিঠা উৎসবের উদ্বোধন করেন।

thumbnail 1737687744448

সকাল থেকে শুরু হয় আরচ্যারী প্রতিযোগিতা। ন্যাশনাল ওপেন রেংকিং টুর্নামেন্টে মোট ৬০ জন প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে ছেলে ২৭ জন। আর মেয়ে ৩৩ জন। প্রতিযোগিতা হয়েছে ছেলেদের ও মেয়েদের রিকার্ভ‌ এবং কম্পাউন্ডে। আগামী ১৬ থেকে ২৩ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ওয়ার্ল্ড রেংকিং টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের আগে আরচ্যারদের পরখ করার সুযোগ পেল আরচ্যারী ফেডারেশন।

thumbnail 1737687761213

ছেলেদের রিকার্ভে সোনা জিতেছেন বাংলাদেশ পুলিশের তামিমুল ইসলাম তামিম। ফাইনাল ম্যাচে তিনি হারিয়েছেন বিকেএসপির সাগর ইসলামকে। মেয়েদের হয়ে এই বিভাগে সোনা জিতেছেন বিকেএসপির উমাচিং মারমা। সিলভার পেয়েছেন পুলিশের ইতি খাতুন। কম্পাউন্ডে ছেলেদের বিভাগে বিমান বাহিনীর হিমু বাছার ও মেয়েদের বিভাগে একই দলের বন্যা আক্তার সোনা জিতেছেন।

সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ও সিটি গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার রুবায়েত আহমেদ।

তারুণ্যের উৎসবকে ধারণ করে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন দেশের ৯টি ভেন্যুতে নানা আয়োজন সম্পন্ন করছে। নীলফামারী, ফরিদপুর ও টঙ্গীর আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্রের পর আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসবের বাকি আয়োজনগুলো হবে ২৪ জানুয়ারি নাটোরের খুবজীপুরে, ২৭ জানুয়ারি চুয়াডাঙ্গায়, ২৮ জানুয়ারি নড়াইলে, ৩১ জানুয়ারি রাজশাহীতে, ২ ফেব্রুয়ারি চট্টগ্রামে এবং চূড়ান্ত পর্ব ৮ ফেব্রুয়ারি ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.