ক্রীড়া প্রতিবেদক
প্রথম ম্যাচে ৩-০ গোলে হারের পর সফরের দ্বিতীয় ও শেষ ম্যাচে থাইল্যান্ডের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
প্রথমার্ধ শেষে বাংলাদেশ ১-৩ গোলে পিছিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি। এই অর্ধে স্বাগতিক থাইল্যান্ড আরো বেশি প্রাধান্য বিস্তার করে খেলে।
পিটার বাটলারের দল ১২ মিনিটে প্রথম গোল হজম করে। ২৩ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে তার দল। ২৯ মিনিটে ব্যবধান ২-১ করে ফেললেও প্রথমার্ধের ৩৪ মিনিটে আরও এক গোল হজম করে বাংলাদেশ নারী ফুটবল দল।
এরপর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে চতুর্থ গোল হজম করে থাইল্যান্ডের চেয়ে র্যাঙ্কিংয়ে ৫১ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ। ৩৪ মিনিটের মতো ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল খেয়ে বড় হার নিয়ে মাঠ ছাড়ে ঋতুপর্ণা-শামসুন্নাহাররা।

