ক্রীড়া প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রোটিয়াদের কাছে হের গেছে শারমিন সুলতানার দল।
অথচ ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে শুরুতেই নাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। ২৪ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। কিন্তু অল্পতেই ৩ উইকেট হারানো দলটি চারে নামা ফায়ে টানিক্লিফের ব্যাটে ঘুরে দাঁড়ায়। দলীয় সর্বোচ্চ ৮৯ রানের অপরাজিত এক ইনিংস খেলে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন তিনি। টানিক্লিফকে সঙ্গ দেন মিডল অর্ডার ব্যাটার মারি মার্ক্স। ৭১ বলে ঠিক ৫০ রানে অপরাজিত থাকেন তিনি। তাদের ব্যাটে ৪৫.৫ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে সফরকারীরা।বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন তৃষ্ণা এবং স্বর্ণা আক্তার।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। শুধু সুমাইয়া আক্তার-ই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলতে পেরেছেন। চারে নেমে ৭৩ বলে ৬ চারে ৫২ রান করেন তিনি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে অধিনায়ক শারমিনের ব্যাটে। দলের অন্য ব্যাটারদের নিজেদের মেলে ধরতে পারেননি। তাতে ৪৭.৫ ওভারে ১৭৯ রান তুলতেই গুটিয়ে যায় স্বাগতিকরা। আগামী ৮ মে একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।