দশ জনের মোহামেডানকে হারাতে পারেনি আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডান ও আবাহনীর উত্তেজনাকর ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। জিতলে মোহামেডানের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১ এ নামিয়ে আনতে পারতো মারুফুল হকের দল। বাগে পেয়েও মোহামেডানকে হারিয়ে প্রথম লেগে হারের প্রতিশোধ নিতে পারেনি আবাহনী। তাই ৪ পয়েন্টেই পেছনে পড়ে থাকতে হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়নদের।

৪২ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন মোহামেডানের মাহবুব আলম। একজন কম নিয়ে খেললেও কিছু সময় আবাহনীর সঙ্গে সমান টক্কর দিয়েছিল আলফাজ বাহিনী। শেষের ৩০-৩৫ মিনিটে মোহামেডানকে একেবারেই কোণঠাসা করে রেখেছিল আবাহনী। বেশির ভাগ সময় মোহামেডানের বক্সে বল ঘোরাফেরা করলেও সুযোগ কাজে লাগাতে পারেনি আবাহনী। গোল করতে না পারার খেসারত তারা দিয়েছে ম্যাচ ড্র করে।

বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জের মধ্যে দিনের অন্য ম্যাচটিও গোলশূন্য ড্র হয়েছে। তাই দ্বাদশ রাউন্ড শেষেও পয়েন্ট টেবিলের ওপরের দিকের দলগুলোর অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই আবাহনীর চেয়ে ৪ ও কিংসের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে থাকলো মোহামেডান। সাদা-কালোদের ১২ ম্যাচে পয়েন্ট ৩১, আবাহনীর ২৭ ও বসুন্ধরা কিংসের ২১।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.