ক্রীড়া প্রতিবেদক
দাপুটে জয়ে স্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনালে গেলে বসুন্ধরা কিংস। টুর্নামেন্টের চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংস ৪-০ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। ম্যাচে চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
এই ম্যাচের পর ঠিক হয়েছে স্বাধীনতা কাপের সেমিফাইনাল লাইন আপ। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ ঢাকা আবাহনী। একইদিন দ্বিতীয় সেমিফাইনালে বসুন্ধরা কিংস খেলবে পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজকের কোয়ার্টার ফাইনাল ম্যাচে দু’দলই প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ম্যাচের ৫ মিনিটে গোল করার মত এক শট নিয়েছিলেন জনাথন ফার্নান্দেজ। শেখ জামালের গোলকিপার সামিউল ডানদিকে ঝাঁপিয়ে দলকে বিপদ থেকে বাঁচিয়েছেন।
১১ মিনিটে দারুণ এক শট নিয়েছিলেন শেখ জামালের রাহাবার খান। বসুন্ধরা গোলকিপার আনিসুর রহমান জিকো কোন বিপদ হতে দেন নি।
৫৮ মিনিটে লিড নেয় বসুন্ধরা কিংস। রবসনের বাড়িয়ে দেওয়া বলে মতিন মিয়া দুইজনকে কাটিয়ে শেখ জামালের জালে দারুণভাবে বল জড়ান। ৭৩ মিনিটে বসুন্ধরা ম্যাচের ২-০ গোলে এগিয়ে যায়। দারুন শটে গোল করেন জনাথান ফার্নান্দেজ।
৮১ মিনিটে জনাথন ফার্নান্দেজের তার দ্বিতীয় গোল করলে ম্যাচে ৩-০ গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস।
ম্যাচের ৯১ মিনিটে বসুন্ধরার ইয়াসির আরাফাতকে ফাউল করে লাল কার্ড দেখেন শেখ জামালের সলোমন কিং। ম্যাচের শেষ দিকে বসুন্ধরার চতুর্থ গোলটি করেছেন আলমগীর কবির রানা।