দুই মাঠে খেলে ভুটানকে হারালো বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বিরল ঘটনা ঘটলো লিগ পর্বে বাংলাদেশ ও ভুটানের ম্যাচে। এক ম্যাচ দুই মাঠে- এমন বিরল ঘটনার স্বাক্ষী হলেন সবাই। বাংলাদেশ ও ভুটানের ম্যাচ শুরু হয়েছিল বসুন্ধরা কিংস অ্যারেনায়। বৃষ্টিতে মাঠ খেলার অনপযুক্ত হওয়ায় দ্বিতীয়ার্ধের খেলা সেখানে আয়োজন সম্ভব হয়নি। তিন ঘণ্টা বন্ধ থাকার পর শেষ ৪৫ মিনিটের খেলা হয়েছে কিংস অ্যারেনার ট্রেনিং গ্রাউন্ডে।

প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়েছিলেন শান্তি মারদির গোলে। দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই সমতায় ফিরেছিল ভুটান। তারা যেভাবে খেলছিল তা রীতিমতো চোখ রাঙানি ছিল পিটার বাটলারের জন্য। তবে সে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি বাংলাদেশ। শান্তি মারদি আরো দুটি ও বদলি মুনকি আক্তার দর্শণীয় এক গোল করে ম্যাচের ব্যবধান করে ৪-১।

শেষ পর্যন্ত শান্তি মারদির হ্যাটট্রিক ও মুনকির গোলে বাংলাদেশ জয়ের ধারায়ই থাকে। শ্রীলংকা, নেপালের পর ভুটানকে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সর্বশেষ চ্যাম্পিয়নরা।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.