ক্রীড়া প্রতিবেদক
এএফসি কাপের প্লে অফে খেলতে সব প্রস্তুতিই সম্পন্ন করেছিল ঢাকা আবাহনী। মাঠের খেলার জন্য যেমন নিজেদের তৈরী রেখেছিল আবাহনী ঠিক একইভাবে অতিথি দলকে আতিথ্য দিতেও সব প্রস্তুতি সেরেছিল ঐতিহ্যবাহী ক্লাবটি। নিজেদের হোম ভেন্যু সিলেট জেলা স্টেডিয়ামেও অনুশীলনও চালিয়ে যাচ্ছিল ঢাকা আবাহনী।
কিন্তু যাদের বিপক্ষে খেলা মালদ্বীপের সেই ভ্যালেন্সিয়া ক্লাবই বাংলাদেশে আসেনি। আর্থিক সমস্যার কারণে বাংলাদেশ সফর করা সম্ভব হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে তারা। আগামীকাল ১২ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি। ভ্যালেন্সিয়া নিজেদের নাম প্রত্যাহার করে নেয়ায় এশিয়ান ফুটবল কনফেডারেশন এই ম্যাচ বাতিল করেছে। আর তাই ঢাকা আবাহনী পরবর্তী রাউন্ডের প্লে অফ খেলার যোগ্যতা অজর্ন করেছে।
আগামী ১৯ এপ্রিল প্লে অফ রাউন্ডে খেলবে আবাহনী। সেখানে তাদের প্রতিপক্ষ আগামীকাল ১২ এপ্রিল ভারতে এটিকে মোহনবাগান ও শ্রীলংকার ব্লু স্টারের মধ্যকার ম্যাচের বিজয়ী দল।