নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন রিজওয়ান-ইরফান

ক্রীড়া প্রতিবেদক

হ্যামস্ট্রিং ইনজুরির কারনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন পাকিস্তানের দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও ইরফান খান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘রেডিওলজি রিপোর্ট পাবার পর রিজওয়ান ও ইরফানকে সিরিজের শেষ দুই ম্যাচে বাদ দেওয়ার সিদ্বান্ত নেওয়া হয়েছে।’

রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং করার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন উইকেটরক্ষক-ব্যাটার রিজওয়ান। ২২ বলে ২৩ রান করে আহত অবসর নেন তিনি। পরবর্তীতে আর ব্যাটিংয়ে নামতে পারেননি রিজওয়ান। পিসিবি জানিয়েছে, গুরুতর না হওয়ায় এক সপ্তাহ থেকে দশ দিনের বেশি মাঠের বাইরে থাকতে হবে না তাকে। তাই ভবিষ্যতের সিরিজে তার অংশ নেওয়া নিয়ে কোন অনিশ্চয়তা নেই।

রিজওয়ানের মত তৃতীয় টি-টোয়েন্টিতে হ্যামেস্ট্রিং ইনজুরিতে পড়েন ইরফানও। সতর্কতার কারনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে সড়িয়ে নেওয়া হয়েছে ইরফানকে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে মাংসপেশির ইনজুরিতে ছিটকে যান উইকেটরক্ষক-ব্যাটার আজম খান। তার পরিবর্তে দলে নেওয়া হয় উইকেটরক্ষক-ব্যাটার হাসেবুল্লাহ খানকে। তবে রিজওয়ান ও ইরফানের পরিবর্তে এখনও কাউকে দলে নেয়নি পাকিস্তান।

রিজওয়ান ছিটকে গেলেও, পাকিস্তানের হয়ে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন এ বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া হাসেবুল্লাহ। এছাড়া সর্বশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানসের হয়ে দুই ম্যাচে উইকেটের পেছনে দায়িত্ব পালন করেছেন উসমান খান। বৃষ্টির কারনে সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হলেও, পরের দুই টি-টোয়েন্টিতে ৭ উইকেটে ম্যাচ জিতে পাকিস্তান ও নিউজিল্যান্ড। এতে পাঁচ ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.