ক্রীড়া প্রতিবেদক
নিউজিল্যান্ডের বাঁ-হাতি স্পিনার আজাজ প্যাটেলে ঘূর্ণিতে ঘরের মাঠে তিন বা বেশি ম্যাচের সিরিজে প্রথমবারের মত হোয়াইটওয়াশ হলো স্বাগতিক ভারত। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের তৃতীয় দিন নিউজিল্যান্ডের কাছে ২৫ রানে হেরেছে ভারত। ম্যাচে ১৬০ রানে ১১ উইকেট নেন প্যাটেল। সিরিজের প্রথম দুই টেস্ট যথাক্রমে ৮ উইকেটে এবং ১১৩ রানে হেরেছিলো ভারত। ১৯৮৩ সালের পর তিন ম্যাচের সিরিজে তিন টেস্টই হারলো টিম ইন্ডিয়া। নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম কোন সিরিজের তিন ম্যাচই জিতলো নিউজিল্যান্ড।
প্রথম ইনিংসে ২৮ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৯ উইকেটে ১৭১ রান করেছিলো নিউজিল্যান্ড। ১ উইকেট হাতে নিয়ে ১৪৩ রানে এগিয়ে ছিলো কিউইরা। তৃতীয় দিন ১৪ বল খেলে বাকী ১ উইকেটে মাত্র ৩ রান যোগ করে নিউজিল্যান্ড। ৮ রানে প্যাটেলকে শিকার করে নিউজিল্যান্ডকে ১৭৪ রানে অলআউট করে দেন ভারতের স্পিনার রবীন্দ্র জাদেজা। ৫৫ রানে ৫ উইকেট নেন জাদেজা।
জয়ের জন্য ১৪৭ রানের টার্গেটে খেলতে নেমে ৭.১ ওভারে ২৯ রানে ৫ উইকেট হারায় ভারত। ১৯৯৮ সালের পর এই প্রথম ঘরের মাঠে এত কম ওভারে ৫ উইকেট হারালো টিম ইন্ডিয়া। এরমধ্যে শুভমান গিল, বিরাট কোহলি ও সরফরাজ খানকে ১ রানের বেশি করতে দেননি প্যাটেল।
খাদের কিনারায় পড়া ভারতকে টেনে তোলার চেষ্টা করেন উইকেটরক্ষক ঋসভ পান্ত। ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে ৪২ ও সপ্তম উইকেটে ওয়াশিংটন সুন্দরের সাথে ৩৫ রান যোগ করে ভারতের রান ১’শতে নিয়ে যান পান্ত। ৪৮ বলে টেস্টে ১৪তম অর্ধশতক করেন পান্ত।
দলীয় ১০৬ রানে সপ্তম ব্যাটার হিসেবে প্যাটেলের বলে পান্ত আউট হলে বড়সড় ধাক্কা খায় ভারত। ৯টি চার ও ১টি ছক্কায় ৫৭ বলে ৬৪ রান করা পান্তÍ ফেরার পর অষ্টম উইকেটে ১৫ রানের জুটি গড়ে ভারতের জয়ের আশা বাঁচিয়ে রাখেন সুন্দর ও রবীচন্দ্রন অশ্বিন। দলীয় ১২১ রানে অশ্বিনকে শিকার করে জুটি ভাঙেন স্পিনার গ্লেন ফিলিপস। পরের বলে আকাশ দীপকেও শিকার করেন ফিলিপস। এতে জয় থেকে ১ উইকেট দূরে ছিল নিউজিল্যান্ড। ৩০তম ওভারের প্রথম বলে ১২ রান করা সুন্দরকে বোল্ড করে ভারতকে ১২১ রানে গুটিয়ে দিয়ে নিউজিল্যান্ডকে ঐতিহাসিক সিরিজ জয়ের স্বাদ দেন প্যাটেল। ম্যাচ সেরা হয়েছেন প্যাটেল। ২৪৪ রান করে সিরিজ সেরা হন নিউজিল্যান্ডের উইল ইয়ং।