নেপাল ও বাংলাদেশ নারী দলের কাবাডি টেস্ট সিরিজ শুরু আজ, উন্মোচন হলো সিরিজের ট্রফি

ক্রীড়া প্রতিবেদক

নেপাল ও বাংলাদেশ নারী দলের পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ শুরু হচ্ছে আজ। দুই দলই প্রথমবার টেস্ট সিরিজে অংশ নিচ্ছে। তাই নেপাল ও বাংলাদেশের জন্য এটা ঐতিহাসিক এক মুহুর্ত।

গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে কাঠমান্ডু পৌঁছায় বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। এরপর রাতে টিম হোটেলে অনুষ্ঠিত হয় পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন। বাংলাদেশ ও নেপাল দলের অধিনায়ক ট্রফি উন্মোচন করেন। এসময় নেপাল কাবাডি অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুই দলের কর্মকর্তারা। দুই দেশের কাবাডির জন্য এটা ঐতিহাসিক এক মুহুর্ত বলে জানান বক্তারা। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ তার বক্তব্যে বলেন, ‘ প্রত্যেকেই এখানে আজ ইতিহাসের অংশ হয়ে গেলেন। এটাকে বলা হচ্ছে কাবাডি টেস্ট সিরিজ। বিশ্বে আমরাই এটা শুরু করলাম। এখানেই এর শেষ না। আমরা মাত্র শুরু করলাম। নেপাল কাবাডি অ্যাসোসিয়েশনের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। তাই এরকম কার্যক্রম চলতেই থাকবে। ‘

পাঁচ ম্যাচের এই সিরিজকে আসন্ন নারী কাবাডি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে দুই দল। আগামী ১ থেকে ৮ জুন ভারতের বিহার রাজ্যের রাজগির শহরে নারী বিশ্বকাপ কাবাডি অনুষ্ঠিত হবে। স্বাগতিক ভারত ছাড়াও বাংলাদেশ, ইরান, জাপান, পোল্যান্ড, কেনিয়া, আর্জেন্টিনা, থাইল্যান্ড, নেপাল, উগান্ডা, জার্মানি, চাইনিজ তাইপে, নেদারল্যান্ডস ও জাঞ্জিবার বিশ্বকাপে অংশ নেবে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.