ক্রীড়া প্রতিবেদক
নেপাল থেকে আজ দুপুরে ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যে লক্ষ্য নিয়ে নেপাল গিয়েছিল বাংলাদেশ দল তা আর পূরণ হয়নি। গতকাল আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে নেপালের কাছে ৩-১ গোলে হেরেছে জামালরা। প্রথমার্ধেই তিন গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ আর প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি।
কম্বোডিয়া ও নেপালকে হারানোর টার্গেট নিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়ে শুরুটা সুন্দর হয়েছিল বাংলাদেশের। কিন্তু নেপালের বিপক্ষে একদম হতাশাজনক পারফরম্যান্স করেছে দল। যদিও এবার পর্যাপ্ত অনুশীলন হয়েছে বলে জানিয়েছিলেন ফুটবলাররা।
এরকম ফলাফল প্রত্যাশার বাইরে বলে জানিয়েছেন হেড কোচ হ্যাভিয়ের কাবরেরা। কিছু কিছু ভুল বিশেষ করে সেট পিসের কথা উল্লেখ করেছেন তিনি। দলের সবার পারফরম্যান্স বিশ্লেষণ করে টেকনিক্যাল স্টাফ ও ম্যানেজমেন্টের সাথে বসার কথা বলেছেন হেড কোচ।