ক্রীড়া প্রতিবেদক
শ্রীলঙ্কার কলম্বোতে সাফ অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচের বয়স ৪ মিনিট হতে না হতেই বাংলাদেশের নামের পাশে দুই গোল।
তৃতীয় মিনিটে নাজমুল হুদা ও চতুর্থ মিনিটে অপু রহমানের গোলে শুরুতেই পাকিস্তানকে কোণঠাসা করে রাখে বাংলাদেশের কিশোররা। তবে বাকি ৮৬ মিনিটে ব্যবধান আর বাড়াতে পারেনি বাংলাদেশ। ২-০ গোলের জয়েই উঠে যায় ফাইনালে।
প্রথম গোলে পাকিস্তানের গোলরক্ষক ও ডিফেন্ডারদের দায় বেশি ছিল। তবে এক মিনিট পর বাংলাদেশের ফরোয়ার্ড অপু দুর্দান্ত গোল করেন। ডান প্রান্তে অপু পাকিস্তানের দুই ফরোয়ার্ডকে পেছনে ফেলে বক্সে প্রবেশ করেন। কোনাকুনি জোরালো শটে বল জাড়ে জড়ান।দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও নেপালের বিজয়ী দল ২৭ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশের বিপক্ষে লড়বে।