ক্রীড়া প্রতিবেদক
এশিয়া কাপে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ২৫ বল থাকতে ভারত তুলে নিয়েছে ৭ উইকেটের বড় জয়। একপ্রকার নিশ্চিত করে ফেলল এশিয়ার সেরার টুর্নামেন্টের সুপার ফোর।
ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। যা শুরুতেই ভুল প্রমাণ হয়। প্রথম দুই ওভারে দুই উইকেট হারায় পাকিস্তান। ইনিংসের প্রথম বলে ওপেনার সাইম আইয়ূব ফিরে যান। পরের ওভারে সাজঘরে ফেরেন মোহাম্মদ হারিস। রান পাননি আগা, হাসান আলী কিংবা মোহাম্মদ নওয়াজরা। ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। সেখান থেকে ৯ উইকেটে ১২৭ রানে থামে তাদের ইনিংস।
পাকিস্তানের হয়ে সর্বাধিক ৪০ রান করেন ওপেনার শাহিবজাদা ফারহান। ৪৪ বল খেলে তিনটি ছক্কা ও এক চার মারেন তিনি। দলের রান বাড়িয়ে নেওয়ার কাজটা করেছেন নয় নম্বরে ব্যাটিংয়ে নামা বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদি। তিনি ১৬ বলে চার ছক্কায় ৩৩ রান করেন। এছাড়া ফখর জামানের ব্যাট থেকে ১৫ বলে ১৭ রান আসে।
জবাবে উড়ন্ত শুরু পায় ভারত। ২ ওভারে ২২ রান তুলে হারায় প্রথম উইকেট। শুভমন গিল ১০ রান করে ফিরে যান। অভিষেক শর্মা দলের ৪১ রানে ফেরার আগে ১৩ বলে ৪১ রানের দুর্দান্ত ঝড় দেখান। বাঁ-হাতি এই তরুণ চারটি চার ও দুটি ছক্কা হাঁকান। অধিনায়ক সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা ম্যাচটা সহজ করে জয়ের পথে হাঁটেন। তারা ৫৬ রানের জুটি গড়েন।
তিলক ফিরে যান ৩১ বলে ৩১ রান করে। দুটি চার ও একটি ছক্কা আসে তার ব্যাট থেকে। অধিনায়ক সূর্যকুমার ছক্কা মেরে ম্যাচ জেতান। খেলেন ৩৭ বলে ৪৭ রানের ইনিংস। পাঁচ চারের সঙ্গে একটি ছক্কা মারেন ৩৬০ ডিগ্রি ডাক নাম পাওয়া এই খেলোয়াড়।