পাকিস্তানের উপর ক্ষেপেছেন রাজা

ক্রীড়া প্রতিবেদক

বেঞ্চের শক্তি পরীক্ষার অজুহাত না দিয়ে পাকিস্তান ক্রিকেট দলকে জিততে বললেন দেশটির সাবেক ক্রিকেটার ও চেয়ারম্যান রমিজ রাজা। দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচ হারের পর রাজা বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কোন প্রয়োজনই নেই। পাকিস্তানের উচিত জয়ে মনোনিবেশ করা। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারনে প্রথম সারির ৯জন খেলোয়াড়কে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে নিউজিল্যান্ড। প্রথম চার ম্যাচ শেষে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে পাকিস্তান।

প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হবার পর দ্বিতীয় ম্যাচ ৭ উইকেটে জিতে পাকিস্তান। তৃতীয় ম্যাচ ৭ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় নিউজিল্যান্ড। জয়ের ধারা অব্যাহত রেখে চতুর্থ ম্যাচ ৪ রানে জিতে সিরিজে এগিয়ে যায় কিউইরা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেই পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেছিলেন, বিশ্বকাপের জন্য সেরা দল বাছাই করতে দ্বিপাক্ষীক সিরিজে বেঞ্চের পরীক্ষা-নিরিক্ষা করা হবে।

কিন্তু বিশ্বকাপের আগে এসব পরীক্ষা-নিরিক্ষা বন্ধ করে পাকিস্তানকে জয়ের দিকে মনোনিবেশ করতে বললেন রাজা। নিজের ইউটিউব চ্যানেলে রাজা বলেন, ‘কোথায় এমন লেখা আছে, বেঞ্চের শক্তি পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে ম্যাচ হারতে হবে। আপনারা কি করতে চাইছেন আমি বুঝতে পারছি না। নিয়মিত হারতে থাকলে আত্মবিশ্বাসে চিড় ধরবে এবং পরীক্ষা-নিরীক্ষার কারনে ধ্বংসের মুখে পড়তে হবে। আমাদের সাদা বলের দলটি ভালো ছিলো। কিন্তু নতুন অধিনায়ক আসায় তাদের পজিশন পরিবর্তন হয়েছে। বড় খেলোয়াড়দের বেঞ্চে রাখা হচ্ছে, আবার অন্যদের খেলার সুযোগ দেওয়া হয়েছে।’ রমিজ আরও বলেন, ‘ডাগআউটে যারা আছে তারা ক্রিকেট বিশেষজ্ঞ হবার চেষ্টা করছে। তারা অনেক বিভ্রান্তির মধ্যে আছে। বিশ্বকাপের আগে কেন পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন, তা আমি বুঝতে পারছি না।’

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.