ক্রীড়া প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা সপ্তমবারের মত টি-টোয়েন্টি সিরিজ জিতল পাকিস্তান। আজ সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের ব্যাটিং দৃঢ়তায় ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়েছে পাকিস্তান।
সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান ১৪ রানে এবং দ্বিতীয়টিতে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে জয় পেয়েছিল। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতল পাকিস্তান। ২০১৩ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা সাত সিরিজ জিতল পাকিস্তান।
ফ্লোরিডার লডারহিলে সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ফারহান ও আইয়ুব। উদ্বোধনী জুটিতে ৯৮ বল খেলে ১৩৮ রান যোগ করেন তারা। ১৭তম ওভারের দ্বিতীয় বলে ফারহানকে শিকার করে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন পেসার শামার জোসেফ। ৫১ রানে ক্যাচ দিয়ে জীবন পাওয়া ফারহান ৩টি চার ও ৫টি ছক্কায় ৫৩ বলে ৭৪ রান করেন।
১৯তম ওভারের শেষ বলে সাজঘরে ফিরেন আইয়ুব। ৪ চার ও ২ ছক্কায় ৪৯ বলে ৬৬ রান করেন তিনি। শেষ দিকে খুশদিল শাহর ৬ বলে ১১ ও ফাহিম আশরাফের ৩ বলে ১০ রানের সুবাদে ২০ ওভারে ৪ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ পায় পাকিস্তান।
আগামী ৯ আগস্ট থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। সিরিজের সবগুলো ম্যাচ হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে।