ক্রীড়া প্রতিবেদক
ঘরের মাঠে আবাহনী পারেনি। মঙ্গলবার বিকেলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম পর্বের ম্যাচে আকাশি-নীলরা ২-০ গোলে কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডের কাছে হেরে বিদায় নিয়েছে। তবে আবাহনীর ব্যর্থতা রাতে ম্লান করে দিয়েছে বাংলাদেশের আরেক ক্লাব বসুন্ধরা কিংস। কাতারের দোহায় বসুন্ধরা কিংস সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে পরাজিত করে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্ব নিশ্চিত করেছে।
এ বছর মোহামেডান থেকে আসা নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডে ষষ্ঠ মিনিটে গোল করে লিড এনে দিয়েছিলেন কিংসকে। বাকি সময় দাঁতে দাঁত চেপে লড়াই করে সেই গোল ধরে রেখে স্মরণীয় এক জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা।
এ ম্যাচ দিয়ে কিংসের ভাগআউটে অভিষেক হওয়ার কথা ছিল ব্রাজিলিয়ান কোচ ফারিয়াসের। মৌখিক কথা-বার্তা পাকা হলেও নতুন এই কোচের সাথে কাগজপত্রে চুক্তি হওয়াই বাকি ছিল। প্রধান কোচ হিসেবে এই ব্রাজিলিয়ানের নাম এএফসিতে প্রেরণও করেছিল কিংস। সরাসরি লোহায় গিয়ে দলের সাথে যোগ দেওয়ার কথা ছিল হাই প্রোফাইল এই কোচের। তবে একদিন আগে কিংস কর্মকর্তাদের হাত মাথায় উঠলো যখন তারা জানলেন ওই কোচ চুক্তি করেছেন ইরাকের একটি ক্লাবের সাথে।
এএফসির টুর্নামেন্টে হেড কোচের প্রো লাইসেন্স থাকা বাধ্যতামূলক। সার্জিও না আসায় সহকারী কোচ সৈয়দ গোলাম জিলানী ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেন। তার কোচিংয়ে কিংস সিরিয়ার বাধা অতিক্রম করে।