ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেল বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগে টানা পঞ্চম শিরোপা জয়ের রেকর্ড গড়লো তারা। বাংলাদেশের ফুটবলে এই রেকর্ড নেই আর কোন দলের। টানা তিনবার প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের রেকর্ড আছে ঢাকা আবাহনীর। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে ৩ ম্যাচ হাতে রেখেই পঞ্চম শিরোপা জিতে অনন্য কীর্তি গড়লো বসুন্ধরা কিংস।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে এই মৌসুমে ট্রেবল জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুললো বসুন্ধরা কিংস। মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়েছে তারা। জিতেছে প্রিমিয়ার লিগের শিরোপাও। এখন বাকি শুধু ফেডারেশন কাপ। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে আবাহনীকে হারাতে পারলে ট্রেবল জয়ের সম্ভাবনাও থাকবে তাদের সামনে।
চলতি মৌসুমে ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেলো কিংস। টানা ১৪ ম্যাচে অপরাজিত থাকা মোহামেডান অবশেষে হার মানলো। ১৯ মিনিটে মিগুয়েলের বাড়ানো বল থেকে গোল করে কিংসকে এগিয়ে দেন ডরিয়েলটন। ৫২ মিনিটে সেই ডরিয়লটন ব্যবধান দ্বিগুণ করেন কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে। ব্যবধান দ্বিগুণ করা গোলে এ ব্রাজিলিয়ান ছুঁয়ে ফেলেন ১৩ গোল করা মোহামেডানের সোলেমান দিয়াবাতেকে। ৬৬ মিনিটে মোহামেডানের হয়ে ব্যবধান কমান মিনহাজুর। এরপর গোলের চেষ্টা করেও ম্যাচে আর ফিরতে পারেনি মোহামেডান। প্রিমিয়ার লিগে টানা পঞ্চম শিরোপা জয়ের উল্লাসে মাতে বসুন্ধরা কিংস।