ক্রীড়া প্রতিবেদক
এভারটনের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড শুক্রবার লুটনের কাছে গোল হজম করায় প্রিমিয়ার লিগে এবারের মৌসুমের গোল্ডেন গ্লাভস পুরস্কার জয় করেছেন আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া। এবারের মৌসুমে ২৯ লিগ ম্যাচে রায়া ১৪ ম্যাচে কোন গোল হজম করেনি। গত গ্রীষ্মে তিনি ব্রেন্টফোর্ড থেকে ধারে আর্সেনালে যোগ দিয়েছিলেন।
শুক্রবারের ম্যাচের আগে একমাত্র গোলরক্ষক হিসেবে পিকফোর্ডের সামনে সুযোগ ছিল রায়াকে ছাড়িয়ে যাবার। কিন্তু ৩১ মিনিটে এলিজাহ আদেবায়োর গোলে লুটন ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে। যে কারনে ব্যক্তিগত এই পুরস্কার জয় আর সম্ভব হয়নি পিকফোর্ডের।
রায়ার থেকে এখনো দুই গোল পিছিয়ে রয়েছে এভারটন ও ইংল্যান্ডের এই গোলরক্ষক। হাতে রয়েছে আর মাত্র দুই ম্যাচ। সর্বোচ্চ রায়ার সমান হয়তো শেষ পর্যন্ত করতে পারেন পিকফোর্ড।