ক্রীড়া প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ দল। নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ভুটানকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এর ফলে ফাইনালের আগে টানা তিন ম্যাচে জয় পেল বাংলাদেশ দল।
প্রথম ম্যাচে নেপালকে ২-০ গোলে ও ভারতকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ১০ মার্চ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আজকের ম্যাচে ভুটানের বিপক্ষে জোড়া গোল করেছেন সুরভী প্রীতি। ১৩ মিনিটে সুরভীর গোলে ম্যাচে লিড নেয় বাংলাদেশ। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফাতেমা আক্তার। তিন মিনিট পর ক্রানুচিং মারমা গোল করলে ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ দল। তিন গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ভুটানের জালে আরও তিন গোল দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ৪৭ মিনিটে স্কোর লাইন ৪-০ করেন সাথী মুন্ডা। ৬৯ মিনিটে থুইনু মারমার গোলে ম্যাচে আরো এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের প্রথম গোলটি করেছিলেন সুরভী প্রীতি। শেষ গোলটিও তার। ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন সুরভী। এরপর আর কোন গোল না হলে ৬-০ গোলের জয় নিয়ে খেলা শেষ করে বাংলাদেশ। ফাইনাল ম্যাচের আগে বেশ ভালোভাবেই নিজেদের প্রস্তুতি সারলো বাংলাদেশের মেয়েরা।