ক্রীড়া প্রতিবেদক
আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে খেলেছে। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপাও জিতে নিয়েছে। কিন্তু আর্জেন্টিনার এই উৎসবের দিনে তাদের ফুটবল গ্যালাক্সি থেকে ঝরে পড়েছে এক মহাতারকা। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন এঞ্জেল ডি মারিয়া। আগেই জানিয়েছিলেন কোপা আমেরিকাতেই ইতি টানবেন আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের। কোপার শিরোপা উৎসবের মধ্য দিয়ে ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ডি মারিয়া। ২০২১ সালে গত কোপা আমেরিকায় ডি মারিয়ার গোলে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। আজ কলম্বিয়ার বিপক্ষে ডি মারিয়া গোল করতে না পারলেও ম্যাচের সেরা খেলোয়াড় অর্থাৎ ম্যান অফ দ্যা ফাইনাল হয়েছেন। চোটের কারণে মেসি মাঠ ছাড়ার পর আর্জেন্টিনার আক্রমণভাগকে সামনে থেকে তিনিই নেতৃত্ব দিয়েছেন।
বিদায়ী ম্যাচের প্রায় পুরো সময়ই ১১৬ মিনিট খেলেছেন ডি মারিয়া। সাম্প্রতিককালের কোনো ম্যাচে এত লম্বা সময় খেলেন নি তিনি। ফাইনাল এবং নিজের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির অনুপস্থিতি, সবমিলিয়ে আর্জেন্টিনার নেতৃত্বভারটা তার কাঁধে উঠেছিল পুরোদমে।
আর্জেন্টিনার হয়ে ষষ্ঠ কোনো মেজর টাইটেল জিতলেন ডি মারিয়া। ২০২২ বিশ্বকাপ, ২০২১ এবং ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ২০০৮ অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছেন আর্জেন্টিনার জার্সিতে।