বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেলেন উসমান দেম্বেলে

ক্রীড়া প্রতিবেদক

প্যারিসের থিয়েত্র দু শাতলেতে সোমবার রাতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ৬৯তম ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠান। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরে ১৩টি ক্যাটাগরিতে দেওয়া হয় পুরস্কার। এবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

পুরুষদের ব্যালন ডি’অরে মূলত প্রতিদ্বন্দ্বিতাটা ছিল লামিন ইয়ামাল আর উসমান দেম্বেলের মধ্যে। সেই দৌড়ে ইয়ামালকে পেছনে ফেলে ২০২৫ ব্যালন ডি’অর জিতেছেন দেম্বেলে। নারীদের ফুটবলে টানা তৃতীয়বার জিতেছেন স্পেনের আইতানা বোনমাতি।

এদিকে বর্ষসেরা কোচের পুরস্কার ইয়োহান ক্রুইফ ট্রফি জিতেছেন পিএসজিরই লুইস এনরিকে। নারী বিভাগে জিতেছেন ইংল্যান্ডের কোচ সারিনা ভিগমান। বর্ষসেরা গোলরক্ষক ইয়াসিন ট্রফি জিতেছেন ম্যানচেস্টার সিটির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। নারী বিভাগে জিতেছেন চেলসির ইংলিশ গোলরক্ষক হান্না হাম্পটন।

ব্যালন ডি’অর জিততে না পারলেও প্যারিসের আলো ঝলমলে রাতে একটি পুরস্কার ঠিকই হাতে নিয়েছেন বার্সার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। ২১ বছরের কম বয়সী সেরা ফুটবলার হয়েছেন তিনি। নারী বিভাগে এই পুরস্কার জিতেছেন স্পেন ও বার্সেলোনার ভিকি লোপেজ।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.