বসুন্ধরা কিংসকে হারিয়ে স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের আধিপত্যে ফাটল ধরালো ঢাকা আবাহনী। যে কোন আসরের শিরোপা যাদের কাছে নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল সেই বসুন্ধরাকে ৩-০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপের শিরোপা জিতলো ঢাকা আবাহনী। ৩০ বছর পর স্বাধীনতা কাপের শিরোপা ঘরে তুললো তারা।

আবাহনী স্বাধীনতা কাপের ফাইনালে গিয়েছে কিন্তু শিরোপা জিততে পারেনি এমনটি হয়েছে দু’বার। সংখ্যাটা এবার আর তিন হতে দেয়নি ঢাকা আবাহনী। ২০১৮ সালের পর ঘরোয়া ফুটবলে প্রথম কোন শিরোপা জিতল ঢাকা আবাহনী। ২০১৮ সালে ফেডারেশন কাপই ছিল আবাহনীর শেষ শিরোপা জয়। সেই আসরের ফাইনালে ঢাকা আবাহনী এই বসুন্ধরাকেই ৩-১ গোলে হারিয়েছিল। আজকের ফাইনাল ম্যাচের সবক’টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। আবাহনীর হয়ে ডরিয়েলটন দু’টি ও রাকিব একটি গোল করেন।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের শুরু থেকেই গোছানো ফুটবল খেলতে থাকে আবাহনী। বসুন্ধরাকে বসুন্ধরার মতো খেলতে দেয়নি তারা। তবে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশুন্য।

দ্বিতীয়ার্ধে দারুণ ছন্দ পায় ঢাকা আবাহনী। একে একে বসুন্ধরার জালে তিন গোল দিয়েছে তারা। যার শুরুটা করেন রাকিব হোসেন। ৫৪ মিনিটে রাকিবের গোলে লিড নেয় ঢাকা আবাহনী। ৬১ মিনিটে পেনাল্টি পায় আবাহনী। ড্যানিয়েল কলিন্ড্র্রেসকে বক্সের ভেতর ফেলে দিলে পেনাল্টির বাশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করেন ডরিয়েলটন। ম্যাচে ২-০ গোলে এগিয়ে যায় ঢাকা আবাহনী।

৭২ মিনিটে ব্যবধান আরও বড় করে ঢাকা আবাহনী। ডরিয়েলটন তার দ্বিতীয় ও আবাহনীর তৃতীয় গোল করেন। ৮৪ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ নষ্ট করেছেন ডরিয়েলটন। ভালো জায়গায় বল পেলেও লক্ষ্য ঠিক রাখতে পারেন নি।  শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে শিরোপা জয়ের উল্লাস করে ঢাকা আবাহনী।  

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এসময় ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ম্যান অব দ্য ফাইনাল ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন ঢাকা আবাহনীর ডরিয়েলটন। সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক রাফায়েল অগাস্তো। আর টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি জিতেছে সাইফ স্পোর্টিং ক্লাব।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.