ক্রীড়া প্রতিবেদক
ট্রেবল জয়ের হাতছানি বসুন্ধরা কিংসের সামনে। স্বাধীনতা কাপ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পর ফেডারেশন কাপেরও ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। ২২ মে ফাইনালে মোহামেডানকে হারাতে পারলে ট্রেবল জয়ের স্বপ্ন পূরণ হবে অস্কার ব্রুজনের দলের।
মঙ্গলবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আবাহনীকে ৩-০ গোলে হারিয়েছে কিংস। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল তারা। বসুন্ধরা কিংসের গোল করেছেন ২১ মিনিটে ব্রাজিলিয়ান রবসন রবিনহো, ৭১ মিনিটে আরেক ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোমেজ এবং ইনজুরি সময়ে বদলি ইব্রাহিম।
এ নিয়ে মৌসুমে চারবারের মুখোমুখিতে চারবারই কিংসের কাছে হারলো আবাহনী। ফেডারেশন কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় এ মৌসুমেও ট্রফিশূন্য থাকলো আকাশি-নীলরা।
চলতি মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপের সেমিফাইনালে হালি গোলে আবাহনীকে হারিয়েছিল কিংস। লিগের দুই ম্যাচ জিতেছে ২-০ ও ২-১ গোলে। এবার আবাহনীর হার ৩-০ গোলে। গত মৌসুমে ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানের কাছে হেরে রানার্সআপ ট্রফি ঘরে তুলতে পেরেছিল আবাহনী। এবার দুই টুর্নামেন্টের একটিরও ফাইনালে উঠতে পারলো না তারা। লিগেও আছে তিনে। এক কথায় আরেকটি ব্যর্থ মৌসুম শেষ করার পথে বাংলাদেশে প্রিমিয়ার লিগের সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়ন দলটি।