ক্রীড়া প্রতিবেদক
প্রথম ম্যাচে পরাজয়ের ধাক্কা সামলে দ্বিতীয় ম্যাচে জয় পেয়েঠে বসুন্ধরা কিংস। উত্তর বারিধারাকে আজ ১-০ গোলে হারিয়েছে তারা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ একটি ম্যাচই ছিল।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২০ মিনিটে রবসনের ফ্রি কিক থেকে জটলায় সুযোগ তৈরি হয়েছিল বসুন্ধরার। ২৭ মিনিটে উত্তর বারিধারার পাপন সিং যেভাবে বল কাটিয়ে নিয়ে বসুন্ধরার চারজন ফুটবলারকে ফাঁকি দিয়ে আরিফের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছিলেন তা ছিল দেখার মতো। কিন্তু শেষটায় আর আরিফ সফল হতে পারেন নি। আরিফ না পারলেও বসুন্ধরার হয়ে ভ্রানিয়েস পেরেছেন।
২৭ মিনিটেই ইব্রাহিমের ক্রস থেকে একদম ফাঁকা জায়গায় বল পেয়ে গোল করেন ভ্রানিয়েস। ৪৩ মিনিটে দারুন একটা চেষ্টা ছিল রবসনের। কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেন নি। বসুন্ধরার ১-০ গোলের লিডে শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের তেমন সুযোগ তৈরি করতে পারেনি উত্তর বারিধারা। বসুন্ধরা কিংস কয়েকটি আক্রমণে গেলেও সেগুলো গোলে পরিণত করতে পারেনি। ৯০ মিনিটে রবসনের ফ্রি কিক থেকে গোলের দারুন সুযোগ পেয়েছিলেন নবাব। কিন্তু গোলমুখে থেকেও বল জালে পাঠাতে পারেন নি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। বিপিএলের টানা দুই আসরের চ্যাম্পিয়নরা এবার লিগ শুরু করেছিল স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে ২-১ গোলে হেরে।