ক্রীড়া প্রতিবেদক
মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে দু’টি ফিফা প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাফুফে। দলে নতুন মুখ দু’জন। সাইফ স্পোর্টিং ক্লাবের মেরাজ হোসেন অপি ও বাংলাদেশ পুলিশের ইসা ফয়সাল।
২৩ সদস্যের দলে সর্বোচ্চ ১১ জন বসুন্ধরা কিংসের। ঢাকা আবাহনীর আছেন পাঁচজন। সাইফ স্পোর্টিং ক্লাবের তিনজন। আর শেখ জামাল, শেখ রাসেল, মোহামেডান ও পুলিশ এফসি থেকে একজন করে জাতীয় দলে জায়গা পেয়েছেন।
২৩ সদস্যের বাংলাদেশ দলটি হচ্ছে এরকম। আনিসুর রহমান, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রিমন হোসেন, সোহেল রানা, আতিকুর রহমান ফাহাদ, বিপলু আহমেদ, মাশুক মিয়া জনি, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, শহিদুল আলম, টুটুল হোসেন বাদশা, রাকিব হোসেন, জুয়েল রানা, নাবিব নেওয়াজ জীবন, নাসিরুল ইসলাম নাসির, জামাল ভুইয়া, মেরাজ হোসেন অপি, রায়হান হাসান, আশরাফুল ইসলাম রানা, জাফর ইকবাল ও ইসা ফয়সাল।
২৪ মার্চ মালদ্বীপের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি মালদ্বীপে অনুষ্ঠিত হবে। এরপর ২৯ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল।