ক্রীড়া প্রতিবেদক
আগামীকাল ফিফা প্রীতি ম্যাচে মঙ্গোলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। সিলেট জেলা স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ ও মঙ্গোলিয়া কাছাকাছি অবস্থানে। মঙ্গোলিয়া ১৮৪তম স্থানে। আর বাংলাদেশের অবস্থান ১৮৬তম। তাই মঙ্গোলিয়ার বিপক্ষে জয়ের প্রত্যাশায় বাংলাদেশ দল। যদিও গত বৃহস্পতিবার মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে ঐ ম্যাচ নিয়ে আর ভাবতে চান না জামাল ভূইয়ারা। ঘরের মাঠে খেলা। তাই ইতিবাচক ফল আশা করছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূইয়া।
এই ম্যাচের টিকেট বিক্রি শুরু হয়েছে। প্রতিটি টিকিটের মূল্য ১০০ টাকা। সিলেটের মাঠে এর আগে দর্শকের ঢল নেমেছিল। জামাল আশা করছেন এই ম্যাচেও প্রচুর দর্শক মাঠে এসে বাংলাদেশকে উৎসাহ দেবে। ২১ বছর পর মঙ্গোলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। ২০০১ সালে সবশেষ দেখা হয়েছিল দু’দলের। আর এই প্রথম মঙ্গোলিয়া জাতীয় ফুটবল দল বাংলাদেশ সফরে এসেছে।