বাংলাদেশের প্রতিপক্ষ এবার শক্তিশালী ভারত

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপের সুপার ফোরে শুভসূচনা করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী দল এবার নামবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। তার আগে সোমবার অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। তিনি জানান, ভারতের বিপক্ষে ম্যাচটিকে আলাদা করে দেখছেন না তারা।

কাগজে-কলমে সূর্যকুমারের ভারতই এই আসরের সবচেয়ে শক্তিশালী দল। তবে মেহেদীর কণ্ঠে ছিল নির্ভার ভাব, ‘একটা ম্যাচ জেতার পর আলাদা কিছু ভাবছি না। শুরু থেকেই আমরা স্বাভাবিক থাকি। ভারতের সঙ্গেই হোক বা অস্ট্রেলিয়ার সঙ্গে, আমাদের কাছে ম্যাচ মানে শুধু ক্রিকেট খেলা।’

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড একেবারেই হতাশাজনক। দুই দেশের ১৭ লড়াইয়ে জয়ের দেখা মেলে মাত্র একবার, বহুজাতিক আসরে তো নেই কোনো জয়। তবু ইতিহাসকে পাত্তা দিচ্ছেন না মেহেদী, ‘সবকিছু ম্যাচ সিচুয়েশনের ওপর নির্ভর করে।’

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.