ক্রীড়া প্রতিবেদক
আগামীকাল অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপ ফুটবলের ড্র। তার আগে আজ দোহায় অনুষ্ঠিত হয়ে গেল ৭২তম ফিফা কংগ্রেস। ফিফা কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি আতাউর রহমান ভূইয়া ও সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

এই কংগ্রেসে উপস্থিত ছিলেন ফিফা কাউন্সিল মেম্বার এবং এএফসি ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ। ফিফা কংগ্রেসে যেসব সিদ্ধান্ত নেয়া হচ্ছে তাতে বাংলাদেশের মতো দেশগুলো লাভবান হবে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। সহ-সভাপতি আতাউর রহমান ভূইয়া জানিয়েছেন কাতার বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে ফিফা কংগ্রেসে।