ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এর তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘বাফুফে এএফসি প্রফেশনাল ডিপ্লোমা কোর্সটি সর্বমোট ৫টি মডিউলের মাধ্যমে সম্পন্ন হবে। তারই ধারাবাহিকতায় আজ মডিউল-৩’ আরম্ভ হয়ে আগামী বুধবার পর্যন্ত চলমান থাকবে। ‘বাফুফে এএফসি প্রফেশনাল ডিপ্লোমা কোর্স, মডিউল-৩’ এর উদ্বোধনী অনুষ্ঠান আজ সকালে মতিঝিলস্থ বাফুফে ভবনের ৩য় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রফেশনাল ডিপ্লোমা কোর্সে বাংলাদেশী ১২ জন ফুটবল প্রশিক্ষক এবং বিদেশী ১১ জন ফুটবল প্রশিক্ষকসহ মোট ২৩ জন ফুটবল প্রশিক্ষক অংশগ্রহণ করছেন। ‘বাফুফে এএফসি প্রফেশনাল ডিপ্লোমা কোর্স, মডিউল-৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ উপস্থিত ছিলেন।