বাবর-আফ্রিদি ও সেইফার্টের উন্নতি

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় এক ধাপ উন্নতি হয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ৬৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বাবর। সেই সুবাদে ৭৬৩ রেটিং নিয়ে চতুর্থস্থানে উঠেছেন বাবর। ৭৮৪ রেটিং নিয়ে তৃতীয় স্থানে আছেন বাবরের সতীর্থ পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।

পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৩৩ বলে ৫২ রান করেছিলেন নিউজিল্যান্ডের টিম সেইফার্ট। সাত ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের সাথে যৌথভাবে ১৭তম স্থানে উঠেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ১০৪ রান করায় ১০ ধাপ এগিয়ে ৬২তম স্থানে উঠেছেন পাকিস্তানের ব্যাটার ফখর জামান।র‌্যাংকিংয়ে শীর্ষ দু’টিস্থানে আছেন ভারতের সুর্যকুমার যাদব ও ইংল্যান্ডের ফিল সল্ট। ৮৬১ রেটিং নিয়ে সূর্য শীর্ষে এবং ৮০২ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছেন সল্ট।

বোলিং র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির। লাহোরে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০ রানে ৪ উইকেট নেন তিনি। যার সুবাদে তিন ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠেছেন আফ্রিদি। টি-টোয়েন্টিতে বোলিং তালিকায় ৭২৬ রেটিং নিয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ। ২৪০ রেটিং নিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডার তালিকার শীর্ষে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.