ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ এসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিন (বিএএসএম) এর কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। পুনর্গঠিত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। মহাসচিবের দায়িত্ব পেয়েছেন দুই দশকেরও বেশি সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মেডিক্যাল কমিটির দায়িত্বপ্রাপ্ত ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. মোঃ আলী ইমরান।