ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে তারা। আজকের অন্য ম্যাচে ফর্টিস এফসি ৪-০ গোলে হারিয়েছে আজমপুর এফসি উত্তরাকে।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট টেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনী। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশুন্য। বিরতি থেকে ফিরে লিড নেয় মোহামেডান। পেনাল্টি পায় তারা। ৬১ মিনিটে স্পট কিক থেকে গোল করেন সুলেমান দিয়াবাতে। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মোহামেডান। নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোল করেন দিয়াবাতে।
তবে ৮২ মিনিটে চট্টগ্রাম আবাহনীর হয়ে এক গোল শোধ করেন তারেক। ম্যাচে আর কোন গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে মোহামেডান। ১৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৯। শেখ জামালেরও ১৯ পয়েন্ট। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চতুর্থ স্থানে শেখ জামাল। এদিকে আজমপুরকে হারিয়ে টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেড।