বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ৬২ বল থাকতে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এতেই সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় পড়ে যায় বাংলাদেশের। তবে ওয়েস্ট ইন্ডিজের সামনেও ছিল কঠিন সমীকরণ। ১০.১ ওভারেই থাইল্যান্ডের ১৬৭ রান তাড়া করতে হতো ক্যারিবীয় নারীদের।

ওয়েস্ট ইন্ডিজ সেটা পারেনি। ১০.১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে জয় হতে ১০ রান পিছিয়ে ছিল তারা। এতেই বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ওয়েস্ট ইন্ডিজ ১০.৫ ওভারে ৬ উইকেটের বড় ব্যবধানে জিতেও বাদ পড়েছে আগামী বিশ্বকাপ থেকে।

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলবে ৮ দল। এর মধ্যে স্বাগতিক ভারতসহ ৬ দল সরাসরি বিশ্বকাপের টিকিট পায়। বাকি ৫ দল হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বিশ্বকাপ বাছাইপর্বে ৫ ম্যাচে জিতেই বিশ্বকাপের টিকিট পায় বাছাইপর্বের স্বাগতিক পাকিস্তান। অন্য টিকিট হাতে পেলেন নিগার সুলতানা জ্যোতিরা।

বাছাইপর্বে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথম তিন ম্যাচে থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে জয় পায়। তিন জয়ে ৬ পয়েন্ট ঘরে তোলে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের কাছে হারে। ৫ ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দল ৬ পয়েন্ট তোলে। নেট রান রেট ছিল ০.৬৩৯। ওয়েস্ট ইন্ডিজ সমান ৩ জয়ে ৬ পয়েন্ট পেলেও তাদের নেট রান রেট ০.৬২৬। অর্থাৎ নেট রান রেটে সামান্য এগিয়ে থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.