ক্রীড়া প্রতিবেদক
বড় ব্যবধানে হেরে এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্ব শেষ করলো বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছে জামাল ভূইয়ারা। আর দুই ম্যাচ জিতে আগামী বছর এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করলো মালয়েশিয়া। এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের টিকিট পেয়েছে বাহরাইনও।
বুকিত জলিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পুরোটা সময়ই বাংলাদেশকে চাপে রাখে মালয়েশিয়া। ছয় মিনিটে শফিকের শট পোস্টে লাগলে গোল বঞ্চিত হয় মালয়েশিয়া। ম্যাচের ১৫ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। তবে আতিকুর রহমান ফাহাদের বিরুদ্ধে ফাউলের যে অভিযোগ আনেন রেফারি তা নিয়ে বিতর্ক আছে। কিন্তু এই গোলের পেছনে বাংলাদেশের ফুটবলারদেরও দায় রয়েছে। পেনাল্টি এরিয়াতে বল ক্লিয়ার না করে নিজেদের মধ্যে পাসিং ফুটবল খেলতে গিয়ে বিপদ ডেকে আনে বাংলাদেশ। ১৬ মিনিটে স্পট কিক থেকে গোল করেন সাফাউয়ি রশিদ। ১৯ মিনিটে দলকে নিশ্চিত গোল খাওয়া থেকে বাঁচিয়েছেন জিকো।
২৬ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। জামালের কাছ থেকে একদম গোলমুখে বল পেয়ে গিয়েছিলেন সাজ্জাদ। কিন্তু তিনি শট নিতে অনেক দেরি করে ফেলেন। এরপর রাকিব বল পেলেও পাঠিয়ে দেন উপর দিয়ে।
তবে ৩১ মিনিটে ম্যাচে সমতা আনে বাংলাদেশ। বিশ্বনাথের লং থ্রো রাকিবের ব্যাক হেডে ইব্রাহিমের কাছে আসলে জোরালো হেডে বল জালে জড়ান ইব্রাহিম। তুর্কমেনিস্তানের বিপক্ষে একই ভাবে গোল করেছিলেন ইব্রাহিম।
তবে এই সমতা বেশিক্ষণ টেকেনি। ৩৮ মিনিটে আবার ম্যাচে এগিয়ে যায় মালয়েশিয়া। গোল করেন ডিওন কুলস। জিকো যে মানের গোলকিপার তাতে এই বল তার সেভ করার কথা ছিল।
তবে ৪৫ মিনিটে দারুণ একটা সেভ করেন জিকো। দ্বিতীয়ার্ধের শুরুতে আরো এক গোল হজম করে বাংলাদেশ দল। ৪৭ মিনিটে গোল করেন শাফিক আহমেদ। ৫৭ মিনিটে ভালো সুযোগ নষ্ট করে বাংলাদেশ। বিপ্লুর কাছ থেকে ফাহিম ভালো জায়গায় বল পেলেও কাজে লাগাতে পারেন নি।৭৩ মিনিটে আরো এক গোল বাংলাদেশের জালে। একদম ফাঁকা পোস্টে গোল করেন ড্যারেন লক। তিন ম্যাচের তিনটিতেই হেরে এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্ব শেষ করলো বাংলাদেশ।