মোঃ শফিকুল আলম
মেয়েদের সাফের সর্বোচ্চ পাঁচ বারের চ্যাম্পিয়ন ভারতকে পেয়েই পাল্টে গেল বাংলাদেশ দল। পাকিস্তানের সাথে ১-১ গোলে ড্র করে সেমিফাইনালে খেলার সম্ভাবনা যেখানে কঠিন করে ফেলেছিল সাবিনারা সেই তারাই কিনা ভারতকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে জায়গা করে নিল। ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে ড্র করলেই হতো। ম্যাচ হারলেও সমস্যা ছিল না। সে ক্ষেত্রে গোলের ব্যবধানটা যাতে দুইয়ের বেশি না হয়ে সেটাই ছিল সমীকরণ। কিন্তু ড্র নয় গতকাল বাংলাদেশ দল জানিয়েছিল ভারতের বিপক্ষে ম্যাচ জিতেই সেমিফাইনালে পৌঁছাতে চায়। সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শক্তিশালী ভারতের বিপক্ষে এই জয় সাফের শিরোপা ধরে রাখতে বাংলাদেশ দলকে আরো উজ্জীবিত করবে। গত আসরে গ্রুপ পর্বেই ভারতকে পেয়েছিল বাংলাদেশ। ২০২২ সালে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে তখন ভারতকে ৩-০ গোলে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল সাবিনারা।
আজকের ম্যাচেও বাংলাদেশ ৩-০ এগিয়ে গিয়েছিল। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ দলকে দারুন আত্মবিশ্বাসী মনে হয়েছে। গোল করার সুযোগ তৈরি করতে থাকে মেয়েরা। ১৯ মিনিটেই সফল হয় বাংলাদেশ। আফিদা খন্দকারের গোলে লিড নেয় লাল সবুজের প্রতিনিধিরা। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা খাতুন। ভারতকে ম্যাচে ফেরার কোন সুযোগ না দিয়ে ব্যবধান আরো বড় করে বাংলাদেশ দল। ৪২ মিনিটে আবারো গোল করেন তহুরা খাতুন। ম্যাচে তার দ্বিতীয় গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এক মিনিট পরেই বালা দেবীর গোলে এক গোল শোধ করে ভারত। ম্যাচের চারটি গোলই হয়েছে প্রথমার্ধে।
বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে ভারত চেষ্টা করেছে গোল করতে । কিন্তু তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশের গোলকিপার রূপনা চাকমা। ম্যাচে দুর্দান্ত কিছু সেভ করে ভারতকে হতাশ করেছেন তিনি। সেমিফাইনালে খুব সম্ভবত ভুটানকেই পেতে যাচ্ছে বাংলাদেশ। বি গ্রুপে নেপাল ও ভুটানের সমান চার পয়েন্ট হলেও গোল পার্থক্যে অনেক এগিয়ে টেবিলের শীর্ষে স্বাগতিক নেপাল। সেক্ষেত্রে নেপালের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কথা। দুই দলেরই একটি করে ম্যাচ বাকি। নেপাল গ্রুপ চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে তারা। দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর। আর ফাইনাল ম্যাচ ৩০ অক্টোবর।