ভারতকে হারিয়ে ফাইনালের পথ সহজ করতে চায় বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামীকাল ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হবে বিকেল তিনটায়।

পয়েন্ট টেবিলে হিসেব নিকেশে ভারতের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ভারত সবার উপরে। চার পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ ও নেপাল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। পাঁচ দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের সেরা দুই দল খেলবে ফাইনালে।

ভারত টেবিলের শীর্ষে থাকলেও ফাইনালে উঠার লড়াইয়ে ভারত চাপে থাকবে বলে মনে করেন বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। তিনি জানিয়েছেন, ‘ভারত তাদের বাকি দুই ম্যাচ খেলবে বাংলাদেশ ও নেপালের সঙ্গে। এই দুই ম্যাচই ভারতের জন্য কঠিন। অন্যদিকে বাংলাদেশ এক ম্যাচ খেলবে ভারত ও অন্য ম্যাচ খেলবে শ্রীলংকার সাথে। শ্রীলংকার সাথে আমরা জিতব ধরে নিলে আমাদের পয়েন্ট হবে সাত। এখন ভারতের বিপক্ষে ম্যাচটাই আমাদের মূল ম্যাচ। আমাদের মেয়েদের এখন এটাই বোঝাতে চাচ্ছি ভারতকে আমাদের হারাতে হবে। হারিয়ে ফাইনালের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’

ভারতের বিপক্ষে ম্যাচের আগে আত্নবিশ্বাসী বাংলাদেশ দলের অধিনায়ক মারিয়া মান্ডা। ভারতকে হারানোর টার্গেট নিয়েই বাংলাদেশ মাঠে নামবে বলে জানিয়েছেন তিনি। ‘আমাদের দুইটা ম্যাচ হয়ে গেছে। এখন আমাদের পরের ম্যাচ ভারতের সঙ্গে। ভারতের সঙ্গে আমরা কিভাবে ভালো করতে পারি এখন এ নিয়েই আমাদের কাজ হচ্ছে। ভারত শক্তিশালী হলেও আমরা চেষ্টা করব ভারতকে যেন হারাতে পারি’। জানিয়েছেন মারিয়া মান্ডা। আগামীকাল রাত সাতটায় শুরু অপর ম্যাচে লড়বে নেপাল ও ভুটান।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.