ক্রীড়া প্রতিবেদক
পরাজয় দিয়ে সাফ অনূর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ দল। রক্ষণের ভুলে ভারতের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। ভুটানের থিম্পুতে হচ্ছে ছোটদের সাফের এই আসর। এ গ্রুপে খেলছে বাংলাদেশ। এই গ্রুপের অন্য প্রতিপক্ষ নেপাল। আর স্বাগতিক ভুটান, মালদ্বীপ ও পাকিস্তানকে নিয়ে বি গ্রুপ।
চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট নিয়ে ভুটান গিয়েছে বাংলাদেশ। কিন্তু ধাক্কা খেলো শুরুতেই। ভারতকে নিয়েই বেশি চিন্তা ছিল বাংলাদেশের। যদিও জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন ফুটবলাররা। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধেও একই ভাবে এগিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ ভুল করে বসে বাংলাদেশের রক্ষণ। ৭৪ মিনিটে ডিফেন্সের এক ফুটবলার বলের নিয়ন্ত্রণ হারালে সুযোগ তৈরি হয়ে যায় ভারতের সামনে। প্রথম দফায় ভারতের এক ফুটবলার গোলের জন্য শট নিলেও বাংলাদেশের গোলকিপার বল ঠেকিয়ে দেন। এরপর বল চলে যায় একদম আনমার্কড থাকা ভারতের অন্য এক ফুটবচলারের কাছে। ফাঁকা জালে খুব সহজেই বল পাঠিয়েছেন তিনি।
গোল হজমের পর কাউন্টার অ্যাটাক থেকে সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু কাজে লাগাতে না পেরে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশ দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে আগামী সোমবার নেপালের বিপক্ষে। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ঐ ম্যাচ খুবই গুরুত্বপুর্ণ বাংলাদেশের জন্য।