ক্রীড়া প্রতিবেদক
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া পৌছার পর আজ প্রথমবার মাঠের অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কুয়ালালামপুরের মিনি শাহ আলম স্টেডিয়ামে আজ বিকেলে অনুশীলন করে জামাল ভূইয়ারা।
ইন্দোনেশিয়ায় দলের সাথে ছিলেন না মাহবুবুর রহমান সুফীল। তিনি মালয়েশিয়ায় বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন। আর আজ অনুশীলনও করেছেন। দলের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন সুফীল। ফুটবলারদের দুই গ্রুপে ভাগ করিয়ে অনুশীলন করিয়েছেন হেড কোচ হ্যাভিয়ের কেবরেরা। সুফীল অনুশীলনে ভালো করেছে বলে জানিয়েছেন হেড কোচ।
এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৮ জুন বাহরাইনের বিপক্ষে। এরপর দ্বিতীয় ম্যাচ ১১ জুন তুর্কমেনিস্তানের বিপক্ষে। আর ১৪ জুন গ্রুপের শেষ ম্যাচে জামালদের প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া।