ক্রীড়া প্রতিবেদক
মেক্সিকোতে অনুষ্ঠিত দুই ফুটবল ক্লাব কোয়ারেতারতো ও আটলাসের ম্যাচ দেখতে গিয়ে মারামারিতে জড়ান সমর্থকরা। এই ঘটনায় ১৭ জন সমর্থক মারা যায় এবং বহু সংখ্যক সমর্থক আহত হয়। ম্যাচের দ্বিতীয়ার্ধে সংঘর্ষে জড়ান দুই দলের সমর্থকরা। শুরুতে আটলাসের একটা ছোট্ট গ্রুপকে আক্রমণ করেন কোয়ারেতারতোর সমর্থকরা। এক পর্যায়ে তারা মাঠে ঢুকে পড়েন। মাঠে ঢুকে পড়ার পরও তারা প্রতিপক্ষের সমর্থকদের আঘাত করতে থাকেন। এর ফলে ১৭ জন নিহত হন।
এই প্রাণহানির ঘটনায় বাফুফের সভাপতি কাজী মোঃ সালাহ উদ্দীন, সিনিয়র সহ সভাপতি, সহ-সভাপতিবৃন্দ, নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগসহ সকল স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারীগণ আন্তরিক শোক প্রকাশ এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে ফুটবল ফেডারেশন।