মেসিকে ছাড়াই কোপা আমেরিকায় আর্জেন্টিনার তৃতীয় জয়

ক্রীড়া প্রতিবেদক

লিওনেল মেসির ইনজুরিতে কোপা আমেরিকায় গ্রুপের শেষ ম্যাচ জিততে কোন কষ্ট করতে হয়নি আর্জেন্টিনাকে। হার্ড রক স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেছেন লাউতারো মার্টিনেজ। এর ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট পেয়েছে আর্জেন্টিনা।

ডান হ্যামস্ট্রিংয়ে কিছুটা ইনজুরির কারনে মেসি এই ম্যাচে সাইডলাইনে ছিলেন। কোচ লিওনেল স্কালোনি এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় ডাগ আউটেও ছিলেন না। আজ নয়টি পরিবর্তন করে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। বদলে যাওয়া এই লাইন-আপ নিয়ে আর্জেন্টিনা সবসময়ই ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের কাছে রেখেছিল। একপেশে ম্যাচটি পেরু টার্গেটে একটি মাত্র শট নিতে পেরেছে।

বিরতির ঠিক পরপরই মার্টিনেজ গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এ্যাঞ্জেল ডি মারিয়ার কাছ থেকে ইন্টার মিলানের এই ফরোয়ার্ড বল পেয়ে হালকা ফিনিশিংয়ে পেরু গোলরক্ষক পেড্রো গালেসেকে পরাস্ত করেন। ৭২ মিনিটে জেসুস কাস্তিলোর হ্যান্ডবল উপহার পায় আর্জেন্টিনা। কিন্তু পারেডেস স্পট কিক থেকে বল বারে লাগালে ব্যবধান বাড়ানো যায়নি। ৮৬ মিনিটে মার্টিনেজ দুরপাল্লার পাস থেকে ব্যবধান দ্বিগুন করেন।

আগামী বৃহস্পতিবার হিউস্টনে কোয়ার্টার ফাইনালে গ্রুপ-বি রানার্স-আপ দলের মোকাবেলা করবে আর্জেন্টিনা। এই দলটি হতে পারে ইকুয়েডর অথবা মেক্সিকো। গ্রুপ-এ’র আরেক ম্যাচে কানাডা ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকা বিজয়ী চিলির সাথে গোলশুন্য ড্র করায় টেবিলের দ্বিতীয় দল হিসেবে শেষ আট নিশ্চিত করেছে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.