ক্রীড়া প্রতিবেদক
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে ১০০ গোলের মাইলফলক গড়লেন রবার্ট লেওয়ানডস্কি। পোলিশ স্ট্রাইকারের রেকর্ড গড়ার রাতে ব্রেস্তকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ইউরোপিয়ান প্রতিযোগিতায় লেওয়ানডস্কির আগে ১০০ গোলের ক্লাবে ঢুকেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসি। রোনালদোর গোল ১৪১টি, মেসির ১২৯।
লেওয়ানডস্কির ১০০তম গোলটি এসেছে ম্যাচের দশম মিনিটে পেনাল্টি থেকে। ৬৬ মিনিটে দানি ওলমো ব্যবধান দ্বিগুণ করেন। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার হয়ে এটিই তার প্রথম গোল। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৯২ মিনিট) আরও এক গোল করেন লেওয়ানডস্কি। যা কিনা প্রতিযোগিতায় তার ১০১তম গোল।
এই জয় পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া বার্সাকে ৩৬ দলের টেবিলে দ্বিতীয় স্থানে তুললো। ইন্টার মিলানের চেয়ে এক পয়েন্ট পেছনে এবং তিনে থাকা লিভারপুলের সঙ্গে সমতায় তারা। ব্রেস্ত ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে।