ক্রীড়া প্রতিবেদক
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং রক্তস্রাত বিজয়ের আবেগ ও আনন্দ উদযাপনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় লাল ফুটবল দল ও সবুজ ফুটবল দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বাফুফে ভবনের আর্টিফিসিয়াল টার্ফ মাঠে জাতীয় দলের সাবেক ফুটবলাররা দুই দলে ভাগ হয়ে প্রীতি ম্যাচ খেলেছেন। ম্যাচে কোন দলই জয় পায়নি। লাল ফুটবল দল ও সবুজ ফুটবল দলের মধ্যে প্রীতি ম্যাচটি গোলশুন্য ড্র হয়েছে।
প্রীতি ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ, বাফুফে কার্যনির্বাহী সদস্য টিপু সুলতান, মোঃ ইলিয়াস হোসেন ও মহিদুর রহমান মিরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় ও বাফুফে ডেভেলপমেন্ট কমিটির সদস্য মোঃ ইকবাল হোসেন ও খন্দকার রকিবুল ইসলাম।