ক্রীড়া প্রতিবেদক
দুই বছর আগে নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৬-০ গোলে হারিয়েছিল পাকিস্তানকে। এবার সেই পাকিস্তানের কাছেই হারতে বসেছিল সাবিনারা। তবে যোগ করা সময়ে শামসুন্নাহার জুনিয়রের গোলে (১-১) ড্র হয়েছে ম্যাচ। জয় পেলেই যেখানে সেমিফাইনাল নিশ্চিত হয়, সেই ম্যাচ থেকে এক পয়েন্ট পাওয়ায় এখন বাংলাদেশকে অপেক্ষায় থাকতে হবে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য।
প্রথমার্ধের ৩২ মিনিটে ডিফেন্ডার শিউলি আযিমের ব্যর্থতায় ধারার বিপরীতে গোল হজম করে বাংলাদেশ। প্রতি আক্রমণ থেকে বল পেয়ে রামিন ফারিদ মাঝমাঠ থেকে লম্বা বল ফেলেন বাংলাদেশের রক্ষণে। শিউলি সেই বল ক্লিয়ার করতে পারেননি ঠিকঠাক। উল্টো তার গা ঘেসে আক্রমনে ওঠা সামিনা মালিক আলতো টোকায় পরাস্ত করেন গোলকিপার রূপনা চাকমাকে।
এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে মাঠের ডান প্রান্ত দিয়ে বল পায়ে পাকিস্তানের এক ডিফেন্ডারকে পেছনে ফেলে ক্রস করেন রিতুপর্ণা চাকমা, হেডে গোল করে সমতা ফেরান শামসুন্নাহারা জুনিয়র। ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে শেষ ম্যাচেই নিশ্চিত হবে বাংলাদেশের ভবিষ্যত। এর আগে পাকিস্তানকে ৫-২ গোলে হারিয়ে আসর শুরু করেছিল পাঁচবারের শিরোপাধারী ভারত।
গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভারতের সঙ্গে এক পয়েন্ট পেলে কোন হিসেব ছাড়াই সেমি ফাইনালে খেলবে বাংলাদেশ। হারলেও সুযোগ থাকবে, পাকিস্তানের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকলে মিলবে সেমির টিকিট।