ক্রীড়া প্রতিবেদক
৯২ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেও ঢাকা আবাহনীর বিপক্ষে জিততে পারেনি পুলিশ ফুটবল ক্লাব। ডরিয়েলটনের গোলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে পরাজয় এড়িয়েছে ঢাকা আবাহনী। ম্যাচের দু’টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটে বিপদ ডেকে এনেছিলেন আবাহনীর গোলকিপার শহিদুল আলম সোহেল। পাস দিতে গিয়ে বল চলে গিয়েছিল প্রতিপক্ষের ফুটবলারের কাছে। তবে শেষ পর্যন্ত আর বিপদ হয় নি। ২৪ মিনিটে ফ্রি কিক থেকে একটা সুযোগ তৈরি করেছিল আবাহনী। ড্যানিয়েলের ক্রস থেকে হেড নিয়েছিলেন মিলাদ শেখ। কিন্তু বল চলে যায় পুলিশের গোলকিপার নেহালের কাছে।
৪৩ মিনিটে পেনাল্টি পায় আবাহনী। জুয়েল রানা পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিক থেকে গোল করতে পারেন নি ডরিয়েলটন। বল পাঠিয়ে দেন ক্রস বারের উপর দিয়ে। এর ফলে গোলশুন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতি থেকে ফেরার পর ৪৯ মিনিটে পুলিশের চেষ্টা রুখে দেন আবাহনীর গোল কিপার শহিদুল আলম সোহেল। ৫১ মিনিটে একদম ফাঁকা পোস্ট পেয়েও বল জালে জড়াতে পারেন নি ডরিয়েলটন। ৬০ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেছেন পুলিশের ইসা নুর। ৬৩ মিনিটে গোল করেছিলেন আবাহনীর জুয়েল রানা। কিন্তু অফ সাইড এর কারণে সেই গোল বাতিল করে দেন রেফারি। ৭২ মিনিটে গোল পেতে পেয়েও পায় নি আবাহনী। সোহেল রানার ক্রস থেকে দুর্দান্ত হেড নিয়েছিলেন ড্যানিয়েল কলিন্ড্রেস। গোলকিপার নেহাল কর্নারে দলকে বাঁচিয়েছেন।
আবাহনীকে চমকে দিয়ে ৭৬ মিনিটে ম্যাচে লিড নেয় পুলিশ এফসি। গোল করেন ড্যানিলসন। মনে হচ্ছিল অঘটনের শিকার হচ্ছে ঢাকা আবাহনী। কিন্তু নাটকের বাকি ছিল তখনও। নির্ধারিত ৯০ মিনিট শেষে ৮ মিনিটে অতিরিক্ত সময় দেয়া হয়। আর ৯৩ মিনিটে ম্যাচে ফিরে আবাহনী। যে ডরিয়েলটন সুযোগ হাতছাড়া করেছেন, পেনিাল্টি মিস করেছেন সেই ডরিয়েলটনের গোলে পরাজয় এড়ায় আবাহনী। ড্যানিয়েল কলিন্ড্রেসের ক্রস থেকে হেডে গোল করেন ডরিয়েলটন। ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।