ক্রীড়া প্রতিবেদক
ব্যাটিং-বোলিং ব্যর্থতায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন শ্রীলংকার কাছে ইনিংস ও ৭৮ রানে হেরেছে সফরকারী বাংলাদেশ। এই নিয়ে নবম বার টেস্ট ম্যাচে শ্রীলংকার কাছে ইনিংস ব্যবধানে হারল টাইগাররা। এই হারে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধান হারল নাজমুল হোসেন শান্তর দলা। গল-এ সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের অংশ এই সিরিজ হারের ফলে ২ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট এখন ১৬ দশমিক ৬৭ শতাংশ। শ্রীলংকার ৬৬ দশমিক ৬৭ শতাংশ।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে ইনিংস হার এড়াতে ৪ উইকেট হাতে নিয়ে আরও ৯৬ রান দরকার ছিল টাইগারদের। চতুর্থ দিন সকালে ২৯ মিনিট ও ৩৪ বলের বেশি টিকতে পারেনি বাংলাদেশ। বাকী ৪ উইকেটে ১৮ রান যোগ করে ১৩৩ রানে গুটিয়ে যায় টাইগাররা।
১৩ রান নিয়ে খেলতে নেমে ব্যক্তিগত ১৪ রানে স্পিনার প্রবাথ জয়সুরিয়ার বলে আউট হন লিটন দাস। এরপর নাইম হাসানকে ৫ ও তাইজুল ইসলামকে ৬ রানে শিকার করেন ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন জয়সুরিয়া। শেষ ব্যাটার এবাদত হোসেনকে ৬ রানে থামিয়ে শ্রীলংকার জয় নিশ্চিত করেন স্পিনার থারিন্দু রত্নায়েকে।
এই ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক ১৯ রান করে এবং মোমিনুুল হক ১৫ ও সাদমান ইসলাম ১২ রান করেন। প্রথম ইনিংসে ১৫৮ রান করায় ম্যাচের সেরা খেলোয়াড় হন শ্রীলংকার ওপেনার পাথুম নিশাঙ্কা। দুই টেস্টে ৩৬৯ করে সেরা সিরিজ সেরাও নির্বাচিত হন তিনি। আগামী ২ জুলাই থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাাদেশ ও শ্রীলংকা। এরপর ১০ জুলাই থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল।