সমতায় সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

মিরপুরে প্রথম টেস্টে বাজে পারফমেন্সের দুঃস্মৃতি ভুলে সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মত টেস্ট ফরম্যাটে জয়ের ব্যাপারে আশাবাদী স্বাগতিক বাংলাদেশ। আগামীকাল থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

দ্বিতীয় টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম বলেন, ‘অবশ্যই আমাদের প্রথম লক্ষ্য হলো দ্বিতীয় টেস্টে জয়।’ তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য দল হিসেবে খেলা। ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই আমরা দল হিসেবে খেলতে চাই। ম্যাচ জয়ের জন্য আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামে বাংলাদেশ। কারণ উপমহাদেশের কন্ডিশনে গত দশ বছর টেস্ট জিততে না পারার লজ্জা এবং অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশের সফরে এসেছিলো প্রোটিয়ারা। কিন্তু প্রথম টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে দাপটের সাথে সিরিজ শুরু করে দক্ষিণ আফ্রিকা। ২০১৪ সালের পর উপমহাদেশের মাটিতে প্রথম জয়ের স্বাদ নেয় প্রোটিয়ারা। এই জয়ে টেস্টে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুন্ন রাখে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১৫ মোকাবেলায় ১৩টিতে জয় ও ২টি ম্যাচ ড্র করেছে প্রোটিয়ারা।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.