ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা দ্বিতীয় জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। জামাল ভুইয়ার ফেরার ম্যাচে দারুণ জয় সাইফের। অসুস্থতার কারণে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে খেলতে পারেননি সাইফ স্পোর্টিংয়ের অধিনায়ক জামাল ভুঁইয়া। সুস্থ হয়ে দ্বিতীয় ম্যাচেই ফিরলেন জামাল, তার দল সাইফও পেল বড় জয়। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ফেডারেশন কাপের ফাইনাল খেলা রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। গত মৌসুমে লিগের দুই ম্যাচেই ড্র করেছিল দুই দল। তবে এবার আর সাইফকে আটকাতে পারেনি গোলাম জিলানীর দল।
প্রথমার্ধে রহমতগঞ্জের বিপক্ষে দুই গোল তুলে নেয় সাইফ। দ্বিতীয়ার্ধেও আক্রমণে ধারা বজায় রাখে আন্দ্রেস ক্রুসিয়ানির দল। কিন্তু নিখুঁত ফিনিশিংয়ের অভাবে এক গোলের বেশি করতে পারেনি। ১৬ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের গোলে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং ক্লাব। মারাজ হোসেনের ক্রস থেকে নিখুত হেডে লক্ষ্যভেদ করেন ফাহিম। ৪০ মিনিটে সাইফের ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবাহ। গ্রাউন্ড শটে বল জালে জড়ান তিনি।
৬২মিনিটে এমেকার সঙ্গে রসায়ন জমিয়ে তৃতীয় গোল এনে দেন মারাজ হোসেন। ৭১ মিনিটে রহমতগঞ্জের হয়ে এক গোল শোধ দেন সানডে চিজোবা। এই গোল শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। এই জয়ে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে সাইফ স্পোর্টিং ক্লাব। দুই ম্যাচেই হেরে তালিকার এগারোতম স্থানে রহমতগঞ্জ।