ক্রীড়া প্রতিবেদক
ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের শিরোপা জয়ের স্মৃতি এখনও টাটকা বাংলাদেশ মেয়েদের কাছে। গত বছর ২২ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মারিয়া মান্ডা, রিপারা। মিশন এবার সাফ অনূর্ধ্ব-১৮। এই আসরেরও বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত টুর্নামেন্টে নেপালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।
এবার সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের আসর বসছে ভারতে। আগামী ১৫ থেকে ২৫ মার্চ জামশেদপুরে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ভারত, বাংলাদেশ ও নেপাল তিন দল হওয়ায় প্রতিটি দল একে অন্যের সাথে দুইবার করে খেলবে। পয়েন্ট টেবিলের সেরা দল হবে চ্যাম্পিয়ন। সাফে মেয়েদের সাফল্যের কারণে প্রত্যাশা অনেক বেশি। এই টুর্নামেন্টের বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য বলে জানিয়েছেন ফিফা কাউন্সিল মেম্বার এবং বাফুফে ও এএফসি কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ। কমলাপুর স্টেডিয়ামে উপস্থিত হয়ে মেয়েদের খেলা দেখেছেন তিনি। তার সঙ্গে ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

টুর্নামেন্টের প্রস্ততির জন্য এখন অনুশীলন নিয়ে ব্যস্ত বাংলাদেশের মেয়েরা। প্র্যাক্টিস ম্যাচ খেলে নিজেদের তৈরী করছে তারা। কমলাপুর স্টেডিয়ামে আজ সিনিয়র দলের সাথে ম্যাচ খেলেছে অনূর্ধ্ব-১৮ দল। ৩-১ গোলে জয় পেয়েছে সিনিয়র দল। মারিয়া মান্ডা, কৃষ্ণা রানী সরকার ও স্বপ্না গোল তিনটি করেছেন। আর অনূর্ধ্ব-১৮ দলের হয়ে একমাত্র গোলটি করেন সামসুন্নাহার জুনিয়র।
এর আগে অনূর্ধ্ব-১৮ দল বিকেএসপি নারী দলকে প্রথম প্রস্তুতি ম্যাচে ৫-১ গোলে ও দ্বিতীয় ম্যাচে ৬-০ গোলে হারিয়েছিল। বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল দুই দলই শক্তিশালী। তিন দলের মাঝে খুব একটা পার্থক্য নেই বলে মনে করেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। আগামী ১২ মার্চ ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের।