সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভারত গেল বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ খেলতে আজ মঙ্গলবার বিকালে ভারতে পৌঁছেছে বাংলাদেশ দল। তারা অরুণাচল প্রদেশে নিরাপদে পা রেখেছে। আজ কোনও ট্রেনিং সেশন রাখা হয়নি। প্রথম অনুশীলন শুরু হবে আগামীকাল বুধবার স্থানীয় সময় বিকাল ৩টায়।

বাংলাদেশের প্রাথমিক দলে ৩ জন প্রবাসী ফুটবলার ছিলেন। এদের মধ্যে বাদ পড়েন এলমান মতিন। দলে জায়গা পেয়েছেন আব্দুল কাদির ও ফার্জাদ আফতাব। প্রবাসী ফুটবলারদের নিয়ে বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘৩১ জন দুই সপ্তাহের বেশি অনুশীলন করেছে। সবাই বাংলাদেশি। পারফরম্যান্সের ভিত্তিতেই চূড়ান্ত স্কোয়াড গঠন হয়েছে।’

সাফ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেন, ‘হামজা ভাই খেলার পর বাংলাদেশ দলের শক্তি বেড়েছে। আশা করি তারাও আমাদের দলের শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। আমরা সাফল্য পাবো।’

‘এ’ গ্রুপে বাংলাদেশ খেলবে মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে। অন্য গ্রুপ ‘বি’তে আছে ভারত, নেপাল ও শ্রীলঙ্কা। আগামী ৯ মে ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই দিন পর ১১ মে একই ভেন্যুতে তাদের প্রতিপক্ষ ভুটান। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে ১৬ মে সেমিফাইনালে। ফাইনাল হবে ১৮ মে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.